একদিনের ব্যবধানেই উল্টোপথে বীমা

Date: 2023-01-16 00:00:08
একদিনের ব্যবধানেই উল্টোপথে বীমা
একদিনের ব্যবধানেই ভিন্ন রূপ দেখল বীমা খাতের কোম্পানি। সপ্তাহের ১ম কার্যদিবস দর বৃদ্ধির শীর্ষ দশে ৮০% বীমা কোম্পানি দখল করে নিলেও পরেরদিনই (১৬ জানুয়ারি) শীর্ষ দশ লুজারের ঠাই করে নিয়েছে ৬০% বীমা কোম্পানি। এরমধ্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবস পপুলার লাইফ ইন্স্যুরেন্স শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৪.৯০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৭১.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ৪.৬৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৭ শতাংশ, বিডি থাই ফুডের ৩.৫৫ শতাংশ, বিকন ফার্মার ৩.০৮ শতাংশ, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ২.৬২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২.১৬ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ১.৯৬ শতাংশ, নাভানা ফার্মার ১.৮১ শতাংশ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১.৫৯ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this news