একদিনে আইসিআইসিএলের ৩৩ শতাংশ দর বাড়ার কারণ জানা গেল

প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) সম্পূর্ণ করা ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (আইসিআইসিএল) শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ রোববার (১৮ ডিসেম্বর)। লেনদেন শুরুর দিনেই ডিএসইতে কোম্পানিটির শেয়অরদর বেড়েছে ৩ টাকবা ৩০ পয়সা বা ৩৩ শতাংশ। নিয়ম অনুযায়ী কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বৃদ্ধির কথা থাকলেও আজ বাজারে এসেই একদিনে শেয়ারদর বেড়েছে ৩৩ শতাংশ। কেবন একদিনেই কোম্পানিটির শেয়রদর ১০ শতাংশের বেশি বেড়েছে? প্রশ্ন বাজার সংশ্লিষ্টদের।কেন বেড়েছে ৩৩ শতাংশ শেয়ারদর:ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আজ শেয়ার লেনদেনের তারিখ নির্ধারণ ছিল পূর্ব থেকেই। এর আগে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিওতে পাঠানো হয়েছে বলে ডিএসইর মাধ্যমে জানানো হয়েছে। কিন্তু বুধবার (১৪ ডিসেম্বর) লেনদেনের পূর্বে ডিএসই থেকে জানানো হয়ে, কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কিন্তু সিএসইতে লেনদেন শুরু হয় ওই দেনই। এতে করে আজ সিএসইতে কোম্পানিটির শেয়অর লেনদেনের তৃতীয় দিন। আর ডিএসইতে লেনদেরন হচ্ছে প্রথম দিন।সিএসইতে তিন দিনে কোম্পানিটির শেয়ারদর ৩৩ শতাংশ বৃদ্ধির আজ ডিএসইতেও একই দরে শেয়ার লেনদেন শুরু হয়েছে। অর্থাৎ দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একই দরে শেয়ার লেনদেনে সমতা রেখেছে।এ বিষয়ে ডিএসইর ডিজিএম শফিকুর রহমান বলেন, সিএসইর সর্বশেষ ক্লোজিং প্রাইস হিসেবেই ডিএসইতে ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন শুরু হয়েছে। বিষয়টি সার্কিট ব্রেকার রোলস অনুযায়ীই করা হয়েছে। এতে করে কোন প্রকার আইন ভঙ্গ করা হয়নি।বিএসইসির মূখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, আলাদা আলাদা সময়ে একই কোম্পানি স্টক এক্সচেঞ্জে লিস্টিং হলে নিয়ম অনুযায়ী শেয়ারদর সমন্বয় করা হয়েছে। কিন্তু একই সময়ে লিস্টিং হয়ে লেনদেন আলাদা সময়ে শুরু হলে, সে ক্ষেত্রে শেয়ারদর সমন্বয়ে বিষয়ে স্পষ্ট কোন ব্যাখ্যা নেই।তিনি আরও বলেন, যদি কোম্পানিটির লেনদেনে শেয়ারদর সমন্বয়ের ক্ষেত্রে কোন প্রকার আইন লঙ্গন করা হয় তাহলে সে বিষয়ে ডিএসইর কাছে ব্যাখ্যা জানতে চাইবে বিএসইসি।ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেন:শেয়ারবাজার নতুন তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেন আজ বুধবার ১৮ ডিসেম্বর ডিএসই এবং সিএসইতে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোড নাম `ICICL এবং কোড নং 25756 তে ট্রেড হচ্ছে।লেনদেনের শুরুতেই কোম্পানিটির শেয়ার বিক্রেতা শূন্য রয়েছে। ১৬ লাখ ১৮ হাজার ২২৩টি শেয়ার কেনার প্রস্তাব থাকলেও কোনো বিক্রেতা নেই।সকাল ১০.১০টা পর্যন্ত কোম্পানিটির মাত্র ১২৬টি শেয়ার ট্রেড হয়েছে।