একদিন পরেই মিউচ্যুয়াল ফান্ডে বিপরীত চিত্র

Date: 2024-12-05 04:00:12
একদিন পরেই মিউচ্যুয়াল ফান্ডে বিপরীত চিত্র
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানগুলোর ইউনিট দর বুধবার বাড়লেও আজ (বৃহস্পতিবার) সম্পূর্ণ বিপরীত চিত্র দেখে গেছে।জানা গেছে, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৩৭টি কোম্পানি রয়েছে। বুধবার কোম্পানিগুলোর মধ্যে ৩৬টির বা ৯৭ শতাংশের ইউনিট দর বাড়ে। তবে বৃহস্পতিবার ফান্ডগুলোর মধ্যে ৩১টির বা ৮৪ শতাংশের ইউনিট দর কমেছে। অর্থাৎ একদিনের ব্যবধানে বিপরীত চিত্র মিউচ্যুয়াল ফান্ড খাতে।ফান্ডগুলোর মধ্যে আজ মাত্র ৩টির ইউনিট দর বেড়েছে। আর ৪টির ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।আজ যেসব ফান্ডের ইউনিট দর কমেছে সেগুলোর মধ্যে সর্বোচ্চ দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। ফান্ডটির ইউনিট দর আজ ৩ টাকা ৩০ পয়সা কমেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮০ পয়সা কমেছে গ্রামীণ ওয়ান : স্কিম টু’র এবং তৃতীয় সর্বোচ্চ ইউনিট দর ৪০ পয়সা করে কমেছে ক্যাপপিক গ্রামীণ ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড।

Share this news