এক খবরেই ৬ মাসে শেয়ারের দাম দ্বিগুণ!

Date: 2023-03-08 16:00:19
এক খবরেই ৬ মাসে শেয়ারের দাম দ্বিগুণ!
অল্প সময়ের মধ্যেই মাল্টিব্যাগার Goyal Aluminiums BSE-তে ১০০ শতাংশেরও বেশি বেড়েছে। গত পাঁচ বছরে এই স্টকটি প্রায় ১১.৫০ টাকা থেকে ২৮০ টাকা পর্যন্ত বেড়েছে। এটি শেয়ারহোল্ডারদের ২৩০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। কিন্তু হঠাৎ এই শেয়ারের দাম বৃদ্ধির কারণ কী?রয়টার্স জানায়, গত ছয় মাসে স্টক মার্কেটের অন্যতম মাল্টিব্যাগার শেয়ারের শিরোপা পেয়েছে Goyal Aluminiums Ltd। প্রায় ৪০০ কোটি টাকার মার্কেট ক্যাপিটাল-সহ এই স্মল-ক্যাপ স্টকটিই বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। মাত্র ৬ মাসেই টাকা দ্বিগুণ করে দিয়েছে এই শেয়ার।কিন্তু হঠাত্ এই শেয়ারের দাম বৃদ্ধির কারণ কী? Wroley E India নামের এক নতুন সংস্থার মাধ্যে EV ব্যবসায় প্রবেশ করতে চলেছে Goyal Aluminiums। ইলেকট্রিক যানবাহনই ভবিষ্যত বলে মনে করা হচ্ছে। বৈদ্যুতিক স্কুটার তৈরি করবে নতুন সংস্থাটি। বাজারে এই খবর ছড়িয়ে পড়াতেই এই শেয়ারের দাম এত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে।

Share this news