এক ঘণ্টায় লেনদেন ছাড়াল ৪৬০ কোটি
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থানে চলছে লেনদেন। মঙ্গলবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসই’তে ৪৬০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৩টির।ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স ১৬.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪০৯.২৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০১.৬৭ পয়েন্টে।আরও পড়ুন:ডিসেম্বরে উৎপাদনে আসছে বেক্সিমকোর ২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎডিএস৩০ সূচক ১.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৭ পয়েন্টে।