এক বছরে মার্কেট পিই কমেছে সাড়ে ১৩ শতাংশ
বছরের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য আয় অনুপাত বা পিই রেশিও কমেছে সাড়ে ১৩ শতাংশ।ডিএসইর তথ্য অনুযায়ী, ২০২১ সালের শেষ কার্যদিবসে ডিএসইতে পিই রেশি ছিল ১৬.২৯ পয়েন্ট। যা ২০২২ সালের শেষ কার্যদিবসে আজ কমে দাঁড়িয়েছে ১৪.০৮ পয়েন্টে।এতে দেখা যায়, এক বছরের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ২.২১ পয়েন্ট বা ১৩.৫৬ শতাংশ।ডিএসই আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ব্যাংক খাতে সর্বনিম্ন পিই রেশিও অবস্থান করছে। আজ ব্যাংক খাতের পিই রেশিও দাঁড়িয়েছে ৭.৭৩ পয়েন্টে৷এছাড়া, মিউচ্যুয়াল ফান্ড খাতে পিই রেশিও হয়েছে ৯.১৫ পয়েন্টে, বিবিধ খাতে ১১.৭৭, ফুয়েল এন্ড পাওয়ার খাতে ১২.০৪, টেলিকমিউনিকেশন খাতে ১৫.১০, সিমেন্ট খাতে ১৫.৮১, ইন্স্যুরেন্স খাতে ১৭.১৩, টেক্সটাইল খাতে ১৭.৩০, ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস খাতে ১৭.৯৬, আর্থিক খাতে ১৯.১১, সার্ভিসেস এন্ড রিয়েল এস্টেট খাতে ১৯.২৫, ইঞ্জিনিয়ারিং খাতে ১৯.৯১, ফুড এন্ড এ্যালাইড প্রোডাক্ট খাতে ২১.২৩, সিরামিক খাতে ৩০.৬৫, আইটি-খাতে ৩০.৮০, ট্যানারি খাতে ৩৬.৯৯, জুট খাতের ৬৫.৬০, পেপার এন্ড প্রিন্টিং খাতে ৬৭.২১ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ২৬৬.৪ পয়েন্টে।