এজিএমের তারিখ পিছিয়েছে ডেল্টা লাইফ

Date: 2023-12-09 16:00:09
এজিএমের তারিখ পিছিয়েছে ডেল্টা লাইফ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে ২০১৯, ২০২২ ও ২০২৩ হিসাব বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) পিছিয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ৭ ডিসেম্বর আপিল বিভাগের আদেশে এজিএম স্থগিত করে ডেল্টা লাইফ। তবে কবে এজিএম অনুষ্ঠিত হবে সে বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি। তথ্য অনুসারে, আপিল বিভাগের আদেশক্রমে ৩১ ডিসেম্বরের মধ্যেই কোম্পানিটির ৩৪, ৩৫ ও ৩৬তম এজিএম অনুষ্ঠিত হবে।ডিএসইতে গত ২৯ অক্টোবর ডেল্টা লাইফের পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণার কথা জানায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে কোম্পানিটি প্রথমে গত ২৩ নভেম্বর এজিএম আহ্বান করেছিল। এরপর ১৩ নভেম্বর কোম্পানিটি জানায়, এজিএম ১০ ডিসেম্বর (আজ) অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ডেল্টা লাইফের পুনর্গঠিত পর্ষদের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের কারণে কোম্পানিটিতে জটিলতা তৈরি হয়েছে। কোম্পানিটির একজন স্বতন্ত্র পরিচালক ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তার স্থলে উচ্চ আদালতের অনুমোদনক্রমে নতুন করে খন্দকার সাবির মোহাম্মদ কবিরকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়। তিনি একই সঙ্গে কোম্পানিটির অডিট কমিটিরও চেয়ারম্যান। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০১৮ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ২০১৭ হিসাব বছরে ২৫ শতাংশ নগদ, ২০১৬ হিসাব বছরে ২০ শতাংশ নগদ ও ২০১৫ হিসাব বছরে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে ৩৩ দশমিক ২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২০ দশমিক ২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৬ দশমিক ৫১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।ডিএসইতে গত বৃহস্পতিবার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৩৬ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৩৬ টাকা ৫০ ও ১৭৪ টাকা ৪০ পয়সা।

Share this news