এগ্রো অর্গানিকার কিউআইও আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

Date: 2023-11-01 10:00:08
এগ্রো অর্গানিকার কিউআইও আইপিও আবেদনের তারিখ নির্ধারণ
এসএমই খাতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা এগ্রো অর্গানিকা পিএলসি কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করেছে।বিএসইসির সূত্রে সূত্রে জানা গেছে, কোম্পানিটির কিউআইও আবেদন শুরু হবে আগামী ২৭ নভেম্বর, ২০২৩ তারিখ। আবেদনের শেষ সময় আগামী ৩ ডিসেম্বর, ২০২৩ তারিখ।এর আগে, নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৭০তম কমিশন সভায় বুধবার (৩১ মে) এইঅনুমোদন দেয়া হয়।কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে।উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি অধিগ্রহণ, কার্যকরী মূলধন ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।চলতি অর্থবছরের জুলাই ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৮ পয়সায়।এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

Share this news