এফডিআরের চেয়ে বেশি রিটার্ন দিচ্ছে বন্ড: বিএসইসি চেয়ারম্যান
এফডিআরের চেয়ে বন্ড বেশি রিটার্ন দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।‘নোয়াখালীতে বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)’ এবং ‘বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম)’ যৌথ উদ্যোগে জেলার নোয়া কনভেনশন সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।daraz-300x300ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগের সমন্বয়ে বৃহদাকার পুঁজি সৃষ্টি হয় উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, আপনাদের বিনিয়োগ থেকেই ব্যবসা-বাণিজ্যের প্রসার ও শিল্পায়নের মাধ্যমে দেশের উন্নয়ন হবে। বাংলাদেশ নিম্ন মধ্যম থেকে মধ্যম আয়ের দেশ হওয়ার মাধ্যমে উন্নয়নের পথে রয়েছে। দেশের এই অগ্রগতিকে আরও এগিয়ে নিতে আমাদের কয়েকশো বিলিয়ন ডলার দরকার। এর সবটাই শুধু বাংলাদেশ থেকে পাওয়া সম্ভব নয়।দেশের ব্র্যান্ডিং এবং সুনাম তৈরির প্রয়োজনের কথা তুলে ধরে বিএসইসি চেয়ারম্যান বলেন, বৈদেশিক বিনিয়োগের আকৃষ্টের মাধ্যমে দেশের বাজারে বিনিয়োগ আনতে হবে।Nogod-22-10-2022বন্ডে বিনিয়োগের সুবিধা উল্লেখ করে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেন, বন্ডগুলো ভালো রিটার্ন দিচ্ছে। তারা বাৎসরিক একটা রিটার্ন পৌছে দেয়। বন্ডগুলো এখন এফডিআরের চেয়ে বেশি রিটার্ন দিচ্ছে।বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বুঝেশুনে বিনিয়োগ করে সব বাজারেই লাভ করা যায়। বিনিয়োগ শিক্ষা গ্রহণ করুন এবং বিনিয়োগের ঝুঁকি বুঝে সঞ্চয়ের একটি অংশ সচেতন বিনিয়োগ করুন।বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের প্রথম অধিবেশন শুরু হয় সকাল ১০টায়। এ অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্যের পর তিনি ‘ইনভেস্টিং ইন দ্য বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় তিনি গত ৫০ বছরের শিক্ষার হার, দারিদ্র্যের হার, জীবনযাত্রার মান, নারী শ্রমশক্তির ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের কথা উল্লেখ করে বাংলাদেশের ঋণ স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির কথা তুলে ধরেন। এছাড়াও বাজার কাঠামো, বাংলাদেশের পুঁজিবাজারের বিভিন্ন প্রোডাক্ট, সাম্প্রতিক সময়ের বাংলাদেশের মুদ্রাস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ নিয়ে আলোচনা করেন ড. শেখ শামসুদ্দিন আহমেদ।‘স্মার্ট অ্যান্ড ইন্টিলিজেন্ট ইনভেস্টর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে স্মার্ট বিনিয়োগ সিদ্ধান্ত নেয়া উচিত সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন তিনি।প্রথম অধিবেশনে প্রবন্ধ উপস্থাপনার পর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বিএএসএম এর মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান এবং ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।প্যানেল আলোচনার শেষ অংশে অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের প্রশ্নের ভিত্তিতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচকবৃন্দ এবং বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিনিয়োগকারীদের প্রশ্নের উত্তর দেন।প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. এ কে আজাদ চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনপণ যুদ্ধ করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। গত কয়েক বছর বাংলাদেশ নানা বৈশ্বিক সংকটের মাঝেও বিশ্বের অধিকাংশ দেশের তুলনায় ভালো অবস্থান বজায় রেখেছে।দুপুর আড়াইটায় বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। পরে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক ফাতেমা জান্নাত। এরপর ধন্যবাদ বক্তব্য রাখেন নোয়াখালীর ভুলুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন।‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’ এর সমাপনী বক্তব্যে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, “মূলধন অবশ্যই মূলধনের বাজার থেকে সংগ্রহ করা উচিত। পুঁজিবাজারই পারে দীর্ঘমেয়াদী মূলধনের যোগান দিতে”।উল্লেখ্য, ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’ অনুষ্ঠানটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)-এর অফিসিয়াল ফেসবুক পেইজে লাইভ সম্প্রচারিত হয়। এছাড়াও কনফারেন্স অনুষ্ঠানের পাশাপাশি একই স্থানে সকাল ১০:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত একটি বিনিয়োগ শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়।