‘এফডিআরের বিকল্প হতে পারে মিউচ্যুয়াল ফান্ড’

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড- বলরুমে আয়োজিত গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ডিএসই চেয়ারম্যান বলেন, আমাদের শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ডের উপস্থিতি এখনো অনেক কম। পার্শবর্তী দেশ ভারতের বাজারে মিউচ্যুয়াল ফান্ড অনেক বড়। গোল্ডেন জুবিলি ফান্ডের লেনদেনের মাধ্যমে আমাদের মিউচ্যুয়াল ফান্ড আরও জোরালো গতিতে এগিয়ে যাবে।তিনি বলেন, আমাদের ব্যাংক নির্ভর অর্থনীতিতে ফিক্সড ডিপোজিট বা এফডিআর রয়েছে, ক্যাপিটাল মার্কেটে তার বিকল্প হতে পারে মিউচ্যুয়াল ফান্ড।উল্লেখ্য, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন শুরু হবে আজ বুধবার (২১ সেপ্টেম্বর)। দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে ফান্ডটি।গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে সাবস্ক্রিপশন শুরু হয় ১৭ আগস্ট। আবেদন গ্রহণ শেষ হয় ২৮ আগস্ট। সাধারণ বিনিয়োগকারী ও যোগ্য বিনিয়োগকারীরা (ইআই) এই আবেদনে অংশগ্রহণ করে।