এএনডব্লিউ সিকিউরিটিজকে জরিমানা করলো বিএসইসি

Date: 2024-12-05 04:00:12
এএনডব্লিউ সিকিউরিটিজকে জরিমানা করলো বিএসইসি
সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকায় দেশের পুঁজিবাজারে মধ্যস্থতাকারী ব্রোকারেজ হাউজ এএনডব্লিউ সিকিউরিটিজ লিমিটেডকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্রোকারেজ হাউজটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩৪ তম কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত গৃহিত হয়। সভা শেষে বিএসইসির নিবাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সমন্বিত গ্রাহক হিসাব ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এএনডব্লিউ সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ জরিমানা করা হয়েছে। তবে পরবর্তীতে সমন্বিত গ্রাহক হিসাব ঘাটতি পূরণ হয়েছে।

Share this news