এডিএন টেলিকমের শেয়ারদর বেড়েছে ২৬%
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চারদিনই নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এ সময়ে এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর বেশির ভাগই দর হারিয়েছে। দর বেড়েছে মাত্র ৪১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে এডিএন টেলিকম লিমিটেডের। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ২৬ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে এডিএন টেলিকমের শেয়ারদর বেড়েছে ১৯ টাকা ৮০ পয়সা বা ২৫ দশমিক ৫৫ শতাংশ। সপ্তাহের শুরুতে ৭৭ টাকা ৫০ পয়সা দরের শেয়ারটি সপ্তাহ শেষে ৯৭ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির মোট ৯৮ কোটি ৪৪ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১৯ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ২০০ টাকা।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এডিএন টেলিকমের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ৯৭ পয়সায়।এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ৭ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৩ অক্টোবর।এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫০ পয়সা।