এবি ব্যাংকের বন্ডে সাবস্ক্রিপশনের সময় আরেক দফায় বাড়ল

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ডে সাধারণ বিনিয়োগকারীদের সাবস্ক্রিপশনের সময় আরেক দফায় বাড়িয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। বন্ডটির পাবলিক অফারের ৬০ কোটি টাকার বিপরীতে কাঙ্ক্ষিত সাবস্ক্রিপশন জমা না হওয়ায় এ সময় আরো একবার বাড়ানো হলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে এ বন্ডের সাবস্ক্রিপশন শুরু হয়, যা ২২ মে শেষ হওয়ার কথা থাকলেও কাঙ্ক্ষিত সাবস্ক্রিপশন জমা না হওয়ায় ২২ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়ে দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। এবার সময় আরো একবার বাড়িয়ে তা ৩০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলো।