এবার পদ্মা লাইফে বসল পর্যবেক্ষক

Date: 2023-06-12 17:00:22
এবার পদ্মা লাইফে বসল পর্যবেক্ষক
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও একটি জীবন বীমা কোম্পানিতে পর্যবেক্ষক বসিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এবার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে সংস্থাটি।এর আগে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে পর্যবেক্ষক বসানো হয়।ব্যবসায় দুর্দশা, নানা অনিয়ম এবং বীমা দাবি পরিশোধে ব্যর্থতার কারণে কোম্পানিগুলোতে পর্যবেক্ষক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে আইডিআরএ সূত্রে জানা গেছে।সূত্র অনুসারে, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আইডিআরএর পরিচালক জাহাঙ্গীর আলমকে।এর আগে রোববার (১১ জুন) একই কারণে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয় আইডিআরএর পরিচালক আব্দুল মজিদকে। আর সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয় আইডিআরএর পরিচালক শাহ আলমকে। দুজনই বিমা উন্নয়ন ও কর্তৃপক্ষের পরিচালক ও সরকারের উপ-সচিব।

Share this news