এবার ব্লক মার্কেটে ভর করেছে সী পার্ল হোটেল

Date: 2022-10-13 07:00:09
এবার ব্লক মার্কেটে ভর করেছে সী পার্ল হোটেল
শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সী পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট এবার ব্লক মার্কেটে ভর করে বিনিয়োগকারীদের ঘাড়ে শেয়ার গছানোর ধান্দা করছে। এরই অংশ হিসেবে আজ ব্লক মার্কেটে কোম্পানিটি লেনদেনের বিশাল টোপ তৈরি করেছে।আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠেছে এসেছে সী-পার্ল হোটেল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ লাখ ৭৫ হাজার ৫৬৯টি। যার বাজার মূল্য ৪৭ কোটি ২৫ লাখ ১৬ হাজার টাকা। সী-পার্লের ইতিহাসে ব্লক মার্কেটে এত বড় লেনদেন এর আগে আর দেখা যায়নি।অভিজ্ঞ বিনিয়োগকারীদের মতে, অতি মূল্যায়িত এই শেয়ারটি ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাঁধে চাপানোর নতুন স্ট্র্যাটেজি হিসাবে এবার ব্লক মার্কেটে ভর করেছে সী পার্লের কারসাজিকারীরা।আগেরদিন বুধবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৭ টাকা ৯০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪৬ টাকা ৯০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ টাকা বা ০.৪৭ শতাংশ।কোম্পানিটি আজ লেনদেনের শীর্ষ দশের চতুর্থ অবস্থানে উঠতে সক্ষম হলেও কোম্পানিটির দরপতন হয়েছে। কোম্পানিটির আজ ৩৮ লাখ ৯১ হাজার ৩৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৭ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার টাকা।কোম্পনিটির বাজার দর পর্যালোচনা করলে দেখা যায়, গত দুই বছর যাবত কোম্পানিটির শেয়ারের দাম ৪০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে লেনদেন হয়েছে। গত ৭ আগস্ট দাম ৫০ টাকার নিচে থেকে ১৫০ টাকার কাছাকাছি উঠে যায়। অর্থাৎ এই সময়ে কোম্পানির দর বেড়েছে প্রায় ১০০ টাকা বা প্রায় ১৯০ শতাংশ।গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ৩৮ টাকা ৫০ পয়সা এবং সর্বোচ্চ ১৫৯ টাকায় ওঠানামা করেছে। আজই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছে।

Share this news