এআইবিএল পারপেচ্যূয়াল বন্ডের মুনাফা ঘোষণা

Date: 2023-12-05 16:00:09
এআইবিএল পারপেচ্যূয়াল বন্ডের মুনাফা ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এআইবিএল মুদরাবা পারপেচ্যূয়াল বন্ডের ট্রাস্টি ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য মুনাফা ঘোষণা করা হয়েছে। আলোচিত সময়ের জন্য ইউনিটধারীদেরকে ৮.২২ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।মঙ্গলবার ৫ ডিসেম্বর অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়। বন্ডটির ইস্যুয়ার হিসাবে কাজ করছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।বন্ডটির মুনাফা বরাদ্দের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর।বন্ডটির লেনদেনে কোনো দরসীমা না থাকায় আজ ফ্লোর প্রাইসে থাকবে।

Share this news