এ’ গ্রুপের ৭ কোম্পানির বিনিয়োগকারীদের স্বস্তি

Date: 2023-04-07 21:00:11
এ’ গ্রুপের ৭ কোম্পানির বিনিয়োগকারীদের স্বস্তি
বিদায়ী সপ্তাহে (০২-০৭ এপ্রিল) ‘এ’ গ্রুপের ৭ কোম্পানির শেয়ারদর বেশি বেড়েছে। এসব শেয়ারের বিনিয়োগকারীরা মহা স্বস্তিতে রয়েছেন। কোম্পানিগুলো হলো-জেমিনি সী ফুড, অ্যাপেক্স ফুড, আমরা নেটওয়ার্ক, রহিম টেক্সটাইল, অ্যাপেক্স ফুটওয়ার, সোনালী আঁশ ও বিডি ল্যাম্পস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের ব্যবধানে শেয়ারদর বেড়েছে জেমিনি সী ফুডের ৩৫.৩৩ শতাংশ, অ্যাপেক্স ফুডের ১৮.৫৮ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১৫.৮৭ শতাংশ, রহিম টেক্সটাইলের ১৪.৪৫ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়ারের ১৪.২১ শতাংশ, সোনালী আঁশের ১৩.০৮ শতাংশ ও বিডি ল্যাম্পসের ১২.০৭ শতাংশ।কোম্পানিগুলোর মধ্যে সর্বশেষ অর্থবছরে জেমিনি সী ফুড ডিভিডেন্ড দিয়েছে ৩০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ ক্যাশ, অ্যাপেক্স ফুড ২০ শতাংশ ক্যাশ, আমরা নেটওয়ার্ক ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ ক্যাশ, রহিম টেক্সটাইল ১০ শতাংশ ক্যাশ, অ্যাপেক্স ফুটওয়ার ৩৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস, সোনালী আঁশ ১০০ শতাংশ বোনাস এবং বিডি ল্যাম্পস ২০ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ বোনাস।সর্বশেষ শেয়ারদর অনুযায়ি, আমরা নেটওয়ার্কের পিই রেশিও দাঁড়িয়েছে ১৫.৫৩, অ্যাপেক্স ফুটওয়ারের ৩২.৮০, অ্যাপেক্স ফুডের ৪০.৮৫, বিডি ল্যাম্পসের ৪০.৪৮, জেমিনি সী ফুডের ৫০.৩৪, সোনালী আঁশের ১১৭.১৪। আর লোকসানের কারণে রহিম টেক্সটাইলের পিই রেশিও নেগেটিভ।

Share this news