এ বছর ‘মোটামুটি ভালো’ যাবে শেয়ারবাজার, ভিন্নমত বিশ্লেষকের

Date: 2023-03-22 17:00:11
এ বছর ‘মোটামুটি ভালো’ যাবে শেয়ারবাজার, ভিন্নমত বিশ্লেষকের
দেশের শেয়ারবাজার চলতি বছর ‘মোটামুটি ভালো’ যাবে বলেই মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। সম্প্রতি এক জরিপে অংশ নিয়ে শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা এ মতামত দেন। জরিপটি পরিচালনা করেছে দেশের শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লঙ্কাবাংলা সিকিউরিটিজ। জরিপে অংশগ্রহণকারীদের ৩৭ শতাংশই মনে করেন, চলতি বছরজুড়ে শেয়ারবাজার ‘মোটামুটি ভালো’ যাবে। আর ২৩ শতাংশ মনে করেন, বাজার এখনকার মতো একই রকম থাকবে। বর্তমানে শেয়ারবাজারে একধরনের মন্দাভাব চলছে। তবে বাজার খুব ভালো হবে বা খুব খারাপ হবে, এমনটা মনে করেন খুব কমসংখ্যক লোক। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ৯ শতাংশ করে এ বছর বাজার ‘খুব ভালো’ হবে। আবার একই সংখ্যক মনে করেন, বাজার ‘খুব খারাপ’ হবে।তবে জরিপের এ মতামতের সঙ্গে একমত নন পুঁজিবাজার বিশ্লেষক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের (ইউআইইউ) বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মুসা। তিনি বলেন, শেয়ারবাজার ভালো যাবে, নাকি খারাপ হবে, এটি বোঝার মতো কোনো ব্যবস্থা বর্তমানে বাজারে নেই। কারণ, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসের জন্য সিংহভাগ শেয়ারেরই কোনো লেনদেন হয় না। এ অবস্থায় বাজার কেমন হবে, তা অনুমান করা কিছুতেই সম্ভব নয়।লঙ্কাবাংলা সিকিউরিটিজ ‘বাংলাদেশ পুঁজিবাজার সেন্টিমেন্ট সার্ভে-২০২৩’ নামের এ জরিপ করেছে গত ১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। জরিপে পুঁজিবাজার-সংশ্লিষ্ট ১০১ জনের প্রশ্নোত্তরভিত্তিক মতামত নেওয়া হয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিনিয়োগ ব্যাংকার, বিদেশি বিনিয়োগকারী, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারী, শেয়ারবাজারে লেনদেনের সঙ্গে যুক্ত ব্যক্তি বা ট্রেডার, শিক্ষার্থী ও ব্যবসায়ী। ২০১২ সাল থেকে পুঁজিবাজার নিয়ে এই সেন্টিমেন্ট জরিপ পরিচালনা করে আসছে লঙ্কাবাংলা সিকিউরিটিজ।এবারের জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, চলতি বছর বাজারে বিনিয়োগের ক্ষেত্রে তাঁদের পন্থা বা কৌশল কী হবে। জবাবে সর্বোচ্চ ৩৩ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, তাঁরা দীর্ঘমেয়াদি বিনিয়োগের পন্থা অবলম্বন করবেন। আর ৩১ দশমিক ৩ শতাংশ বলেছেন, তাঁদের বিনিয়োগ পন্থা বা কৌশল হবে মধ্যমেয়াদি।

Share this news