দুর্বল কোম্পানির কদর বাড়ছে শেয়ারবাজারে

Date: 2023-10-10 22:00:11
দুর্বল কোম্পানির কদর বাড়ছে শেয়ারবাজারে
মৌলভিত্তি শক্তিশালী নয়, কোম্পানির ব্যবসার প্রবৃদ্ধি নেই, ভবিষ্যত পরিকল্পনারও ছিটেফোঁটা নেই, তারপরও কিছু কিছু কোম্পানি দর বৃদ্ধির শীর্ষে দেখা গেছে। এসব দুর্বল কোম্পানিগুলোর শেয়ারের উপর ভর করেই কিছুদিন যাবত চলছে দেশের শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, শেয়ার প্রতি ২৫ পয়সা ডিভিডেন্ড ঘোষণার পর লাফ দেওয়া দেশবন্ধু পলিমার আবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে। কেবল ২৫ কর্মদিবসে দর ২২ টাকা ৯০ পয়সা থেকে উঠে গেছে ৩১ টাকায়। আজ বেড়েছে প্রায় ১০ শতাংশ।দুই বছর ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা লোকসানি কোম্পানি লিবরা ইনফিউশনের শেয়ারদর আরও বেড়ে ছাড়িয়ে গেছে এক হাজার টাকা। দর বেড়েছে ৬ শতাংশের বেশি।লোকসানি ইমাম বাটন ও ইনটেক অনলাইন এদিনও ছিল দর বৃদ্ধির শীর্ষ তালিকায়।লেনদেনের হিসাবে এদিনও অন্য সব খাতকে ছাড়িয়ে গেছে সাধারণ বিমা। তবে আগের দিনের চেয়ে কমেছে হিস্যা। আগের দিন মোট লেনদেনের প্রায় ২৫ শতাংশ হয়েছিল এখাতে। এদিন তা কমে ১৬ শতাংশে নেমেছে।আগের দিন ৪২টি কোম্পানির মধ্যে দর হারিয়েছিল ৪০টি, আজ দর হারিয়েছে আরও ৩০টি। আটটি আগের দিনের দরে লেনদেন হয়েছে, যেগুলোর প্রায় সবগুলোই আছে ফ্লোর প্রাইসে। চারটির দর কিছুটা বেড়েছে।এই নিয়ে অন্তত ছয়দিন সাধারণ বিমার শেয়ারে পতন হয়েছে। এতে বিমার বিনিয়োগকারীরা ১২ থেকে প্রায় ২০ শতাংশ শেয়ারদর হারিয়ে দুশ্চিন্তায় পড়েছে।জীবন বিমা খাতের ১৫টি কোম্পানির মধ্যে আজ লেনদেন হয়নি চারটির। বাকিগুলোর মধ্যে দর হারিয়েছে ৭টি, চারটি হাতবদল হয়েছে ফ্লোর প্রাইসে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, পতনের বাজারেও দুর্বল কোম্পানির শেয়ার নিয়ে চলছে কারসাজি। এসব শেয়ারে কারসাজি করে শত শত বিনিয়োগকারীদের নিঃস্ব করার পাঁয়তারা চলছে।একটি সূত্র জানায়, কিছুদিন আগে ক্রিস্টাল ইন্সুরেন্স, ইউনিয়ন ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্সসহ বেশ কয়েকটি ইন্সুরেন্সের শেয়ারদর রাতারাতি ২৫ থেকে ৩০ শতাংশ তুলেছিল শেয়ারবাজারে আলোচিত এক বড় বিনিয়োগকারী। এরমধ্যে ক্রিস্টাল ইন্সুরেন্সের দর এক মাসের ব্যবধানে ৪২ টাকা থেকে ১৩৫ টাকায় ওঠানো হয়। তারপর ঝড়ের গতিতে ২২ শতাংশের বেশি দর হারিয়ে সেই শেয়ার এখন ১০৫ টাকায় নামানো হয়েছে। এসব ইন্সুরেন্সের শেয়ার চড়া দরে বিনিয়োগকারীদের গছিয়ে কোটি কোটি টাকা তিনি হাতিয়ে নিলেও যারা উচ্চ দরে শেয়ারগুলো কিনেছেন, তারা এখন প্রায় দিশেহারা।আলোচিত সেই বিনিয়োগকারী এখন দেশবন্ধু পলিমারের শেয়ার নিয়ে মাতামাতি শুরু করেছেন। দেশবন্ধু পলিমারের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। অন্যথায় যারা শেয়ারটি চড়া দরে কিনবেন, তাদের অবস্থাও হাই ভোল্টেজ ইন্সুরেন্সের মতো গলার কাঁটা হয়ে দেখা দিবে।

Share this news