দুর্বল ৭ ব্যাংক পেয়েছে ৬ হাজার ৫৮৫ কোটি সহায়তা

দেশের সবল ১০টি ব্যাংক থেকে ৭টি দুর্বল ব্যাংক পেয়েছে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোকে এই সহায়তা বা ধার দেয় সবল ব্যাংকগুলো।বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জানিয়েছে, বিতর্কিত ব্যাবসায়ী প্রতিষ্ঠান এস আলমের নিয়ন্ত্রণে ছিল আর্থিক সহায়তা পাওয়া দুর্বল এই ব্যাংকগুলো।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, প্রবল সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা করতে ঋণ দিচ্ছে সবল ব্যাংকগুলো।তিনি বলেন, এতে আর্থিকভাবে কিছুটা সংকট কাটিয়ে উঠছে তারল্য সংকটে পড়া দুর্বল ব্যাংকগুলো।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ইসলামি ব্যাংক সবচেয়ে বেশি তারল্য সহায়তা পেয়েছে। সাতটি ব্যাংক থেকে ইসলামি ব্যাংক তারল্য পেয়েছে ২ হাজার ৯৫ কোটি টাকা।তিনি জানান, এছাড়া সোশ্যাল ইসলামি ব্যাংক ৬টি ব্যাংক থেকে ১ হাজার ১৭৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক ছয় ব্যাংক থেকে ১ হাজার কোটি ও গ্লোবাল ইসলামি ব্যাংক পেয়েছে ২৯৫ কোটি টাকা।আর ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি, এক্সিম ব্যাংক ৭০০ কোটি ও ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে।এসব ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে সোনালি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, পুবালী ব্যাংক পিএলসি ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি।