দুই শতাধিক শেয়ারের দর অপরিবর্তিত, কমলো সূচক-লেনদেন

Date: 2023-03-18 21:00:11
দুই শতাধিক শেয়ারের দর অপরিবর্তিত, কমলো সূচক-লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ আরও কমেছে। অপরিবর্তিত ছিল দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারদর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ আরও কমেছে। অপরিবর্তিত ছিল দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারদর।অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (১৯ মার্চ) ডিএসইর প্রধান সূচক ১২ দশমিক ৯১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ২০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ ডিএসইতে টাকার অংকে ৪৫২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবারে (১৬ মার্চ) লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৯৯ লাখ টাকা।এদিন ডিএসইতে মোট ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৩টি কোম্পানির শেয়ারদরই আজ অপরিবর্তিত ছিল। শেয়ারদর কমেছে ৮৫টি কোম্পানির। অপরদিকে দর বেড়েছে মাত্র ১৯টি কোম্পানির।

Share this news