দুই শতাধিক শেয়ার ফ্লোর প্রাইসে আটকা পড়লেও লেনদেনে গতি

Date: 2023-05-13 10:00:14
দুই শতাধিক শেয়ার ফ্লোর প্রাইসে আটকা পড়লেও লেনদেনে গতি
পুঁজিবাজারে গত সপ্তাহে ফ্লোর প্রাইসে আটকা পড়ে শেয়ার লেনদেন হয়নি দুই শতাধিক কোম্পানির। এরপরও সমাপ্ত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৯৫৭ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার ৫৯১ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪০৮ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ৪৮৫ টাকা। সপ্তাহ ব্যবধানে ৬৩ দশমিক ৩২ শতাংশ বা ১ হাজার ৫৪৯ কোটি ১৫ হাজার ১০৬ টাকার শেয়ার লেনদেন বেড়েছে। গত সপ্তাহের ৫ কর্মদিনে দাম কমার চেয়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। আর লেনদেন বাড়ার সঙ্গে সূচকও বেড়েছে।তবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ২১০ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ৭০৩ টাকা। বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম কমার প্রভাব পড়ে বাজার মূলধনে।ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।গত সপ্তাহের প্রথম কর্মদিন রোববার ৭ মে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৩১৭ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ৭৪ টাকা। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ১১ মে লেনদেন বাজার মূলধন কমে দাঁড়ায় ৭ লাখ ৬৬ হাজার ১০৬ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৩৭১ টাকায়। বাজার মূলধন কমেছে ২১০ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ৭০৩ টাকা।গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৭টির, আর অপরিবর্তিত ছিল ২২৬টির। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ৬৯টির, কমেছিল ৮১টির, আর অপরিবর্তিত ছিল ২৮১টি কোম্পানির শেয়ারের দাম।সমাপ্ত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টে ও ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ১০ দশমিক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ১৯৪ পয়েন্ট হয়েছে।সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসির) শেয়ার।গত সপ্তাহে ডিএসইতে বিএসসির মোট ১ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১৫৭ কোটি ১৭ লাখ ৪৭ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৯৭ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৯১ শতাংশ।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ২৮ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৩ পয়সা ১ দশমিক ৫৫ শতাংশ। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৯৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৯ টাকা ৯৭ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৫ কোটি ৮১ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭২ কোটি ৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২১৩ দশমিক ৪৯ শতাংশ। সর্বশেষ হিসাব বছরে কোম্পানাটির ইপিএস হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৭২ টাকা ৫২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬০ টাকা ২৮ পয়সা।এরপর সপ্তাহের সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার, ইস্টার্ন হাউজিং, রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, অগ্নি সিস্টেমস, ইউনিক হোটেল, জেমিনি সি ফুড, আমরা নেটওয়ার্কস এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার।অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৮৯ লাখ ৪২ হাজার ৫৬৯ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৫৬ লাখ ৭১ হাজার ৬১ টাকা।লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

Share this news