দুই শেয়ার কিনতে এত ঝোঁক কেন? লেনদেনে ফের গতি

Date: 2023-06-21 21:00:06
দুই শেয়ার কিনতে এত ঝোঁক কেন? লেনদেনে ফের গতি
পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনে দুই কোম্পানির শেয়ারের বিক্রেতা উধাও হয়ে যায়। একই সঙ্গে দর বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে এই দুই শেয়ার‌। কি কারণে এই দুই শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে তার কোনো সুনির্দিষ্ট কারণ নেই।কোম্পানি দুটি হলো- খান ব্রাদার্স ও অলেম্পিক একসেসরিস লিমিটেড।আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আজ খান ব্রাদার্সের শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বেড়ে ১৯ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়। আর অলিম্পিক একসেসরিসের দর ১ টাকা ১০ পয়সা বেড়ে ১২ টাকা ১০ পয়সায় দাঁড়ায়। এই দুই শেয়ারের কোনো বিক্রেতাই আজ ছিল না।আজ লেনদেনে ফের গতি ফিরে এসেছে। আজ ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৭৮৫ কোটি টাকা।যা আগের কার্যদিবস বুধবার হয়েছিল ৬৩০ কোটি টাকা।এদিন লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ৭৪ টির ও অপরিবর্তীত ছিল ১৯০টির দাম।এদিকে আজ অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৫৬ পয়েন্টে উঠে আসে।টাকার অংকে লেনদেন হয়েছে ৩২০ কোটি টাকার উপরে। আগের কার্যদিবসে এই বাজারে ২৮ বছরের ইতিহাসের সর্বোচ্চ লেনদেন হয়। ওইদিন ৫৩১ কোটি টাকার লেনদেন হয়।

Share this news