দুই প্রতিষ্ঠানের রেটিংয়ে ইস্টার্ন ইন্স্যুরেন্সের দুই ধরনের ঋণমান

Date: 2022-12-23 00:00:15
দুই প্রতিষ্ঠানের রেটিংয়ে ইস্টার্ন ইন্স্যুরেন্সের দুই ধরনের ঋণমান
এ বছরের ৮ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বীমা খাতের কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমানের তথ্য প্রকাশিত হয়। এতে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের (এনসিআর) প্রত্যয়ন অনুসারে দীর্ঘমেয়াদে কোম্পানিটির ঋণমান ছিল ‘এএএ’। অন্যদিকে ২০ ডিসেম্বর প্রকাশিত আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেডের (এসিআরএসএল) করা রেটিংয়ে দীর্ঘমেয়াদে কোম্পানিটির ঋণমান দাঁড়ায় ‘এএ+’। অবশ্য বুধবার এসিআরএসএলের ঋণমানটি প্রত্যাহার করে নেয়া হয়েছে।তথ্যানুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এসিআরএসএল ইস্টার্ন ইন্স্যুরেন্সের ঋণমান নির্ণয় করেছে দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। অন্যদিকে এনসিআর একই সময়ের তথ্যের ভিত্তিতে কোম্পানিটির ঋণমান নির্ধারণ করেছে দীর্ঘমেয়াদে ‘ত্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। মাত্র ১২ দিনের ব্যবধানে কোম্পানিটির দুই ধরনের ঋণমানের তথ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। অবশ্য এসিআরএসএলের ঋণমানের তথ্য প্রকাশের একদিন পরই গতকাল প্রতিষ্ঠানটি ডিএসইর মাধ্যমে জানায় ঋণমানটি ভুলবশত পাঠানো হয়েছে এবং এটি প্রত্যাহার করে নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ইস্টার্ন ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) সোহেল মাহামুদ বণিক বার্তাকে বলেন, ‘এসিআরএসএলের সঙ্গে আমাদের ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল এবং সে সময় প্রতিষ্ঠানটি আমাদের ঋণমান নির্ধারণ করেছে। ২০২১ সালে আমরা এনসিআরের সঙ্গে চুক্তি করেছি এবং তারাই আমাদের ঋণমান নির্ধারণ করেছে, যা এরই মধ্যে ডিএসইতে প্রকাশিত হয়েছে। আইনগত বৈধ চুক্তি না থাকা সত্ত্বেও এসিআরএসএল ২০২১ সালের ঋণমান নির্ধারণ করে ডিএসইর কাছে পাঠিয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে প্রতিবাদ জানিয়েছি এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অভিযোগ করা হবে বলে জানিয়েছি। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তাদের করা ঋণমানটি প্রত্যাহার করে নিয়েছে।’

Share this news