দুই লিজিং কোম্পানির জন্য সুখবর

Date: 2024-02-15 08:00:08
দুই লিজিং কোম্পানির জন্য সুখবর
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই আর্থিক প্রতিষ্ঠান বা লিজিং কোম্পানি বড় দুটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে। কোম্পানি দু্টি হলো-আইপিডিসি ও ইউনিয়ন ক্যাপিটাল।আইপিডিসি একীভূত হচ্ছে ব্র্যাক ব্যাংকের সঙ্গে এবং ইউনিয়ন ক্যাপিটাল একীভূত হচ্ছে প্রাইম ব্যাংকের সঙ্গে। প্রতিষ্ঠানগুলো একীভূত হওয়ার বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।কোম্পানি দুটির মধ্যে ইউনিয়ন ক্যাপিটাল খুবই দুর্বল মৌলের কোম্পানি। যেটি শেয়ারহোল্ডারদের নিয়মিত ডিভিডেন্ড দিতে পারছে না এবং আমানতকারীদের অর্থও সময়মতো ফেরত দিতে পারছে না।অন্যদিকে, আইপিডিসি ততোটা দুর্বল নয়। এটি প্রতিবছর বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিচ্ছে এবং আমানতকারীদের অর্থও ফেরত দিতে পারছে।কোম্পানি দুটি সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ একীভূত কার্যক্রমের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

Share this news