দুই কোম্পানির লেনদেন চালু রোববার
![দুই কোম্পানির লেনদেন চালু রোববার](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/3715/Untitled-1200-%C3%97-630-px-1.jpg)
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (১৮ডিসেম্বর) চালু হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল এবং সমতা লেদার।গত বৃহস্পতিবার রের্কড ডেটের কারণে কোম্পানিগুলো শেয়ার লেনদেন স্থগিত রেখেছিল। রবিবার প্রতিষ্ঠান দুইটির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।