দুই কোম্পানির বোনাস বিওতে প্রেরণ

Date: 2023-01-17 20:00:11
দুই কোম্পানির বোনাস বিওতে প্রেরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বেনিভিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করেছে।কোম্পানি দুইটি হচ্ছে, আমরা নেটওয়ার্কস ও আমরা টেকনোলজি।বুধবার (১৮ জানুয়ারি) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য মতে, কোম্পানি দুইটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।উল্লেখ্য, আলোচ্য হিসাব বছরে আমরা নেটওয়ার্কস ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর আমরা টেকনোলজি ১২ শতাংশ লভ্য্যাংশ দিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ বোনাস।

Share this news