দুই কোম্পানির ৫২ লাখ শেয়ার কেনার ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালকরা পৃথক পৃথক ঘোষণায় ৫২ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।গেল সপ্তাহে কোম্পানিগুলোর পরিচালকরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তাদের কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।কোম্পানিগুলো হলো: ইসলামী ইন্স্যুরেন্স ও এনভয় টেক্সটাইল।ইসলামী ইন্স্যুরেন্স২৬ সেপ্টেম্বর ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালক ফাতিমা নশিন মাইশা কোম্পানিটির ৮ লাখ ২৩ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন এই পরিচালক।এর আগে ২২ সেপ্টেম্বর কোম্পানিটির আরেক পরিচালক শাহানা হানিফ কোম্পানিটির ৭ লাখ ৮৬ হাজার ৭২৬টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার কেনা সম্পন্ন করবেন এই পরিচালক।এনভয় টেক্সটাইল২৪ সেপ্টেম্বর কসমোপলিটন ইন্ড্রাস্ট্রিজ এনভয় টেক্সটাইলের ৩৬ লাখ শেয়ার কিনবে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে পাবলিক মার্কেট থেকে এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।