দুই খবরে কেমন হবে রোববারের শেয়ারবাজার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইাসি) গত বৃহস্পতিবার জেড ক্যাটাগরির কোম্পনি স্থানান্তরের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। যা কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণার বছর থেকে কার্যকর হবে।অন্যদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে বলেছেন, মোটরযান বীমা আইন সংশোধন করে সড়ক পরিবহন আইন শিগগির সংসদের পেশ করা হবে।আলোচ্য দুই খবরে রোববার শেয়ারবাজার কেমন হতে পারে-এই বিষয়ে এসসিএস স্টক ট্রেড সিক্রেট একটি গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস তৈরি করেছে। যার লিঙ্ক নিচে দেওয়া হলো-