দুই ঘণ্টায় লেনদেন মাত্র দেড়শ কোটি টাকা

Date: 2023-02-15 20:00:19
দুই ঘণ্টায় লেনদেন মাত্র দেড়শ কোটি টাকা
সপ্তাহের শেষ কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য উত্থানে চলছে লেনদেন। তবে প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে মাত্র ১৫০ কোটি টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছেসূত্র মতে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০৩ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৮ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬৭ ও ২২২২ পয়েন্টে অবস্থান করছে।এসময় ডিএসইতে ১৫০ কোটি ০১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২২টি কোম্পানির শেয়ারের।

Share this news