দুই ঘণ্টায় লেনদেন ছাড়াল ৩৪০ কোটি টাকা

Date: 2023-01-30 20:00:39
দুই ঘণ্টায় লেনদেন ছাড়াল ৩৪০ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে চলছে লেনদেন। সেই সঙ্গে ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৩৪০ কোটি টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৮ পয়েন্টে।অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৬ ও ২২২০ পয়েন্টে।এসময় ডিএসইতে ৩৪০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪০টি কোম্পানির শেয়ারের।

Share this news