দুই ঘণ্টায় লেনদেন ১৫৫ কোটি টাকা
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য পতনে চলছে লেনদেন। সেই সঙ্গে ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় লেনদেন হয়েছে মাত্র ১৫৫ কোটি টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০১ পয়েন্ট কমে এবং ‘ডিএস-৩০’ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬৭ ও ২২২৩ পয়েন্টে অবস্থান করছে।এসময় ডিএসইতে ১৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৫টি কোম্পানির শেয়ারের।