দুই ঘন্টায় লেনদেন ১০০ কোটি

Date: 2023-03-23 10:00:19
দুই ঘন্টায় লেনদেন ১০০ কোটি
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১০০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২২১৫ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, দর কমেছে ৪৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭২টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১০০ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকা।

Share this news