দুই ফান্ডের তদন্তে বিএসইসির তিন সদস্যের কমিটি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি মিউচুয়াল ফান্ডের অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেছে। গঠিত তদন্ত কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (৯ সেপ্টেম্ব) বিএসইসি থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।বিএসইসি যে দুটি মিউচুয়াল ফান্ড নিয়ে অনিয়ম ও সিকিউরিটিজ আইন লঙ্ঘন তদন্তের নির্দেশ দিয়েছে সেগুলো হলো- ইনভেস্টএশিয়া গ্রোথ ফান্ড এবং ইনভেস্টএশিয়া ব্যালেন্স ইউনিট ফান্ড।গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, উপ-পরিচালক মো. রফিকুন্নবী এবং সহকারী পরিচালক মো. সাকিল আহমেদ।