দুই ফান্ডের অনুমোদন: তুলবে ৭৫ কোটি টাকা

Date: 2023-03-29 21:00:14
দুই ফান্ডের অনুমোদন: তুলবে ৭৫ কোটি টাকা
দুই ফান্ডের অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফান্ড দুটির লক্ষ্যমাত্রা হচ্ছে ৭৫ কোটি টাকা। আজ অনুষ্ঠিত কমিশনের ৮৬২ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, কমিশন সভায়, বে- মেয়াদি ফান্ড BMSI, National Housing Growth Fund’-এর অসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর উদ্যেক্তা National Housing Finance and Investments Limited ২.০ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ২২.৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো BMSL Asset Management Company Limited। ফান্ডের মাটি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডা এবং ব্রাক ব্যাংক লিমিটেড’।০২. কমিশন অদ্যকার সভায়, বে-মেয়াদি ফান্ড UCB INCOME PLUS FUND এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। ফটি প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা UCB Asset Management Limited কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো UCB Asset Management Limited। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করতে যথাক্রনে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্রাক ব্যাংক লিমিটেড’।

Share this news