দুই দিন পর সূচকের উত্থান
গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে দুই দিন পর ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। প্রধান পুঁজিবাজার ডিএসইতে এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার সিএসইতেও এদিন সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ৯টায় লেনদেন শুরুর পর থেকেই পয়েন্ট যোগ হতে থাকে ডিএসইএক্স সূচকে। দিন শেষে আগের দিনের তুলনায় ৪৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, জেনেক্স ইনফোসিস ও বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ারের।ডিএসইতে গতকাল প্রায় ৯০৩ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৭৬৯ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১১টর আর অপরিবর্তিত ছিল ২৩২টি সিকিউরিটিজের বাজারদর।বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে প্রকাশিত তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির আর্থিক ফল নেতিবাচক এসেছে। সেসব কোম্পানির বেশ কয়েকটির শেয়ারদর আগের দুই কার্যদিবসে কমেছে। ভবিষ্যতে এসব শেয়ারের দর বাড়তে পারে এমন ধারণা থেকে গতকাল অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন। পাশাপাশি এ সময়ে বেশকিছু কোম্পানির আর্থিক ফল ইতিবাচক আসায় শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এ সুযোগ ব্যবহার করে অনেকে শেয়ার ছেড়ে মুনাফা তুলে নিয়েছেন।খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে তথ্যপ্রযুক্তি খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৬ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১০ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে কাগজ ও মুদ্রণ খাত। মোট লেনদেনের ৮ দশমিক ৮ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বিবিধ খাত। গতকাল পুঁজিবাজারে কাগজ ও মুদ্রণ খাতে সবচেয়ে বেশি ৮ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে দশমিক ১ শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল ব্যাংক খাত।সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৬৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১১১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১২টির আর অপরিবর্তিত ছিল ১৬০টির বাজারদর। গতকাল সিএসইতে ৪০ কোটি ৯৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৩ কোটি ৬৭ লাখ টাকায়।