দুই ধরনের মুনাফা দেখিয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স

Date: 2023-05-27 17:00:25
দুই ধরনের মুনাফা দেখিয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করেছে।এছাড়া কোম্পানিটি আলোচ্য অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও পোর্টফোলিও প্রতিবেদনে আনরিয়েলাইজড গেইন নিয়ে দুই ধরনের তথ্য দিয়েছে। কোম্পানিটির নিরীক্ষক ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার মতামতে এ তথ্য জানিয়েছে।কোম্পানিটির নিরীক্ষক ডিএসইর মাধ্যমে জানিয়েছে, ফিনিক্স ইন্স্যুরেন্স সর্বশেষ সমাপ্ত ২০২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে ২১ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ৩২৮ টাকা ব্যবস্থাপনা ব্যয় দেখিয়েছে। আইডিআরএর নির্ধারিত সীমার চেয়ে এ ব্যবস্থাপনা ব্যয় ৯৫ লাখ ৬১ হাজার ১২৩ টাকা বেশি।এছাড়া কোম্পানিটি তাদের আর্থিক প্রতিবেদনে ২৯ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ১৭ টাকা আনরিয়েলাইজড গেইন দেখালেও পোর্টফোলিও প্রতিবেদনে এর পরিমান ২০ কোটি ২ লাখ ৩৫ হাজার ৬১৭ টাকা।এ পার্থক্যের বিষয়ে কোম্পানিটি বলছে, তাদের রেকর্ড ও পোর্টফোলিও প্রতিবেদনে সিটি ব্যাংক ও ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের কাগুজে শেয়ারের ক্রয় মূল্যের পার্থক্যের কারণে এটি হয়েছে।নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ অর্থবছরে ফিনিক্স ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ১৫ লাখ টাকা, আগের অর্থবছরে যা ছিল ৮ কোটি ৮৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফ কমেছে ৭৩ লাখ টাকা বা ৮.২২ শতাংশ।আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ২ টাকা ২০ পয়সা।গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ১০ পয়সায়। যা আগের অর্থবছর শেষে ছিল ৩৯ টাকা ৯০ পয়সা।এদিকে সর্বশেষ সমাপ্ত ২০২২ অর্থবছরে শেয়াহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে কোম্পানিটি। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন নিতে ৩১ মে বেলা ২টা ৩০ মিনিটে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১৭ এপ্রিল।

Share this news