দুই দফায়ও এমডি নিয়োগ হয়নি ডিএসইর

Date: 2023-04-11 01:00:15
দুই দফায়ও এমডি নিয়োগ হয়নি ডিএসইর
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেধে দেওয়া দুই দফা সময়ের পর নতুন করে আরও এক মাস গেলেও নতুন করে সময় বৃদ্ধির আবেদন করেনি ডিএসই। ডিএসইর সংশ্লিষ্ট বিভাগ থেকে সময় চেয়ে আবেদনের প্রস্তাব করা হলেও ভারপ্রাপ্ত এমডি সময় বাড়ানোর আবেদন না করতে বলেছেন।অথচ নিয়ন্ত্রক সংস্থা ডিএসইর এমডি নিয়োগে যোগ্য তিনজনের নাম প্রস্তাবের অপেক্ষায় রয়েছে। সেখান থেকে অধিকতর যোগ্য ব্যক্তিকে ডিএসইর এমডি হিসেবে মনোনয়ন দিতে চায় বিএসইসি। ডিএসই ও বিএসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ৯ সেপ্টেম্বর ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেন তারিক আমিন ভূঁইয়া। নিয়ম অনুযায়ী, ডিএসইর এমডি পদ খালি হওয়ার ৯০ দিনের মধ্যে বিএসইসি এই পদে নিয়োগ দেবে। সে লক্ষ্যে এমডি পদে নিয়োগের জন্য গত বছরের ৬ অক্টোবর জাতীয় পত্রিকা ও ডিএসইর ওয়েবসাইটে এমডি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়।সেখান তিনজন প্রার্থী বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য ৭ ডিসেম্বরের মধ্যে বিএসইসিতে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি তিনজন প্রার্থীর নাম প্রস্তাব করতে পারেনি।এরপর বিএসইসির কাছে ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন করলে ডিএসইকে এক মাস সময় দেওয়া হয়। ওই সময়ের মধ্যেও প্রস্তাব জমা দেয়নি। পরে দ্বিতীয় দফায় আবারও সময় বাড়ানোর আবেদন করে ডিএসই। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২ মাস সময় বাড়ায় বিএসইসি।এতে বলা হয়, দুই মাসের মধ্যে ডিএসইতে শূন্য পদে এমডি নিয়োগ দিতে হবে। দুই মাসের নির্ধারিত সময় মার্চে শেষ হয়ে এখন এপ্রিলও পার হয়ে যাচ্ছে। কিন্তু এমডি নিয়োগের কিছুই করতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ।

Share this news