দৃশ্যের আড়ালে দাপটের সেসব শেয়ার

Date: 2024-02-22 00:00:09
দৃশ্যের আড়ালে দাপটের সেসব শেয়ার
গত কয়েক মাস শেয়ারবাজারে দাপট দেখিয়েছে ডিভিডেন্ড না দেয়া এবং লোকসানি কিছু কোম্পানির শেয়ার। যেগুলোর মধ্যে ছিল খান ব্রাদার্স, খুলনা প্রিন্টিং, অ্যালিম্পিক অ্যাক্সেসরিজ, সেন্ট্রাল ফার্মা, ফু-ওয়াং ফুড, বিডি থাই অ্যালুমিনিয়াম, আইপিডিসি, ইউনিয়ন ক্যাপিটাল।তবে দাপটের তালিকায় ডিভিডেন্ড দেয়া কিছু কোম্পানির শেয়ারও ছিল। যেগুলোর মধ্যে ছিল- ফরচুন সুজ, সী পার্ল রিসোর্ট, এমারেন্ড ওয়েল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ইনফিউশন ও স্কয়ার ফার্মা।কিন্তু আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সেসব কোম্পানির শেয়ার দৃশ্যপট থেকে হারিয়ে গেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় স্থান নিয়েছে উত্তরা ব্যাংক, বেস্ট হোল্ডিংস, মুন্নু ফেব্রিকস, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেমিনি সী ফুড, আইটি কনসালটান্টস, ব্র্যাক ব্যাংক, সেন্ট্রাল ইন্সুরেন্স, ফু-ওয়াং সিরামিক এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।আগের দাপটে থাকা কোম্পানিগুলোর মধ্যে আজ ওরিয়ন ইনফিউশন ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় ১২ নম্বরে, সেন্ট্রাল ফার্মা ১৩ নম্বরে, বিএসসি ১৫ নম্বরে, ফরচুন সুজ ১৯ নম্বরে, স্কয়ার ফার্মা ২০ নম্বরে।বাকিগুলোর মধ্যে বিডি থাই অ্যালুমিনিয়াম ২৮ নম্বরে, অলিম্পিক অ্যাক্সেসরিজ ৩১ নম্বরে এবং ফু-ওয়াং ফুড ৩৪ নম্বরে স্থান নিয়েছে।অন্যান্য কোম্পানিগুলোর লেনদেন অনেক কমে গেছে। কিছু কিছু কোম্পানির লেনদেন অনেক কমে গেছে।আর খুলনা প্রিন্টিং ও ইউনিয়ন ক্যাপিটাল জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়ায় কোম্পানিগুলোর ঝৌলুস একেবারে থেমে গেছে। এগুলোর লেনদেন এখন তলানিতে নেমে গেছে।তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, ওইসব শেয়ার থেকে বড় বিনিয়োগকারীরা এখনো বেরুতে পারেনি। শেয়ারগুলো এখন দম নিচ্ছে। যেকোন সময়ে আবারও ফুসে উঠতে পারে।

Share this news