দরপতনের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ৩৯৯ টি কোম্পানির লেনদেনের মধ্যে ৩৪৩ কোম্পানির শেয়ার ও ইউনিটদর কমেছে। এর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (১৪ মে) ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ টাকা বা ৯ দশমিক ৩২ শতাংশ কমেছে।দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর আজ ৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ২ দশমিক ৯৯ শতাংশ।মঙ্গলবার সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হলো- স্টাইলক্রাফট, এইচ.আর টেক্সটাইল, আমান ফিড, গোল্ডেন হার্ভেস্ট, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার এবং নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।