ডরিন পাওয়ারের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিষ্টেমস লিমিটেডের (ডিপিজিএসএল) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির ১৫তম এজিএম অনুষ্ঠিত হয় । এজিএমে উপস্থিত শেয়ারহোল্ডারগণ ২০২১-২০২২ হিসাব বছরের জন্য সুপারিশকৃত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্যসূচি সমূহ অনুমোদন করেন।এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনজাবীন আলম সিদ্দিকী। এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক তাহজীব আলম সিদ্দিকী, পরিচালক আবুল হাসনাত, স্বতন্ত্র পরিচালক মোঃ তাওফিকুল ইসলাম খান এবং কোম্পানি সচিব মাসুদুর রহমান ভুঁইয়া ।এজিএমে ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকদের প্রতিবেদন অনুমোদিত হয় । এ সময় শেয়ারহোল্ডারগণ গত হিসাব বছরের জন্য সকল শেয়ার হোল্ডারদের ১২ শতাংশ স্টক লভ্যাংশ এবং পরিচালক বা উদ্যোক্তা ব্যতীত শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এর আগে ৩০ জুন ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য সকল শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ স্টক লভ্যাংশ এবং পরিচালক বা উদ্যোক্তা ব্যতীত শুধুমাত্র সাধারণ শেয়ার হোল্ডারদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।২০২১-২০২২ হিসাব বছরে ডরিন পাওয়ারের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০.৩১ টাকা। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শেয়ার প্রতি নীট সম্পদের মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৫৩.১৫ টাকায় এবং শেয়ার প্রতি নীট পরিচালন নগদ প্রবাহ (এনওসিফপিএস) দাঁড়ায় ঋণাত্মক (৩২.২২) টাকায়।এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর ২০২২) কোম্পানীটির ইপিএস দাঁড়ায় ২.২৩ টাকায়, যা এর আগের বছর একই সময়ে হয়েছিল ২.৫৩ টাকা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫.৩৮ টাকায়। ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ৬১.০০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৬১.০০ টাকা এবং সর্বোচ্চ দর ছিল ৮৪.৫০ টাকা।ডরিন পাওয়ার ২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় । এজিএমের আগ পর্যন্ত কোম্পানির পরিশোধিত মূলধন ছিল ১৬১ কোটি ৭১ লাখ টাকা । কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৬৬.৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৭৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে বাকি ১৪.৬২ শতাংশ শেয়ার । সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজার দরের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও ৭.৫৪। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৬.৮৪।