ড্রাইভিং সিটে ভ্রমণ ও পর্যটন খাত

Date: 2023-04-24 05:00:16
ড্রাইভিং সিটে ভ্রমণ ও পর্যটন খাত
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে ভ্রমণ ও পযটন খাত। ডিএসইর মোট লেনদেনের ১৮.৪৭ শতাংশ অবদান ছিলো এখাতের। এ খাতের ৩টির বা ৬৬.৬৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে। দর অপরিবর্তিত রয়েছে ১টি বা ৩৩.৩৩ শতাংশ কোম্পানির। স্টক বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।লেনদেন তালিকায় ভ্রমণ ও পযটন খাতের পরে রয়েছে তথ ও প্রযুক্তি খাত। লেনদেনে এই খাতের অবাদন ১৭.০৮ শতাংশ। এখাতের ৫টির বা ৪৫.৪৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। কমেছে ৩টির বা ২৭.২৭ শতাংশ কোম্পানির দর। আর অপরিবর্তিত রয়েছে ৩টি বা ২৭.২৭ শতাংশ কোম্পানির দর।তার পরেই রয়েছে খাদ্য ও আনুষাঙ্গিক খাত। লেনদেনে এই খাতের অবদান ১৪.৬১ শতাংশ। এ খাতের ৮টির বা ৩৮.১০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। কমেছে ৭টির বা ৩৩.৩৩ শতাংশ কোম্পানির দর। আর অপরিবর্তিত রয়েছে ৬টির বা ২৮.৫৭ শতাংশ কোম্পানির দর।লেনদেনে ওষুধ ও রসায়ন খাতের অবদান ৯.২০ শতাংশ, চামড়া খাতের অবদান ৬.৩৬ শতাংশ, আবাসন খাতের অবদান ৪.৭৬ শতাংশ, বিবিধ খাতের অবদান ৪.৫৪ শতাংশ। পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের খাতের ৪.৫০ শতাংশ, বিমা খাতের ৬.০২ শতাংশ, বস্ত্র খাতে ৩.৫৪ শতাংশ, প্রকৌশল খাতের ২.৭৬ শতাংশ, ব্যাংক খাতের ২.৫৪ শতাংশ এবং পাট খাতের অবদান ১.৮৮ শতাংশ।এছাড়া এক শতাংশের নিচে অবদান রয়েছে সিমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড এবং টেলিকমিনিউকেশন খাতের।

Share this news