ড্রাগন সোয়েটারের ক্যাটাগরি পরিবর্তন

Date: 2022-12-30 16:00:11
ড্রাগন সোয়েটারের ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত ২ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডাররা সম্মতি দেয়ায় কোম্পানিটিকে লেনদেনের জন্য ‘এ’র পরিবর্তে ‘বি’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন বছরের ১ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে শেয়ারহোল্ডাররা অনুমোদন দেন। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৩০ নভেম্বর। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।২০২১-২২ হিসাব বছরে ড্রাগন সোয়েটারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৬ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৬ পয়সা বা ৫ দশমিক ১৭ শতাংশ। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৮৮ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। আলোচ্য হিসাব বছরে ড্রাগন সোয়েটারের ইপিএস হয়েছে ১ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। এর আগে ২০১৯-২০ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৮-১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পনিটি। তার আগের হিসাব বছরে ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটারের অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২১০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৪৪ কোটি ৯৮ লাখ টাকা।

Share this news