দর কমেনি কোনো খাতে

Date: 2023-02-28 16:00:16
দর কমেনি কোনো খাতে
দেশের পুঁজিবাজারে সব সূচক বৃদ্ধির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এরই মাধ্যমে লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে পৌঁছেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। গতকাল সূচকের উত্থানে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল বিমা খাতের শেয়ারে। ফলে এ খাতের শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। এরপর দ্বিতীয় স্থানে ছিল আইটি খাত। দর বৃদ্ধির তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল যথাক্রমে কাগজ ও মুদ্রণ এবং ভ্রমণ ও অবকাশ খাতের শেয়ার। এদিন উত্থানে বেশিরভাগ খাতে বিনিয়োগকারীদের শেয়ার কেনার চাপ ছিল। ফলে কোনো খাতেই শেয়ারদর কমেনি। ছয় খাত ছাড়া বাকি সব খাতে এদিন শেয়ারদর বেড়েছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল বিমা খাতের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৫০ শতাংশ। এদিন খাতটিতে মোট ৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৪১টির দর বেড়েছে, ছয়টির কমেছে এবং বাকি কোম্পানির শেয়াদর অপরিবর্তিত ছিল। দ্বিতীয় স্থানে থাকা আইটি খাতে দর বেড়েছে তিন শতাংশ। এ খাতে মোট ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৯টির দর বেড়েছে এবং দুটির দর অপরিবর্তিত ছিল। ২ দশমিক ৪০ শতাংশ শেয়ারদর বেড়ে তৃতীয় স্থানে ছিল কাগজ খাত। খাতটিতে লেনদেন হওয়া ছয়টি কোম্পানির শেয়ারের মধ্যে চারটির দর বেড়েছে, একটির কমেছে এবং একটির দর অপরিবর্তিত ছিল। চতুর্থ স্থানে থাকা ভ্রমণ খাতে শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ। এছাড়া টেলিকমিউনিকেশন, সিমেন্ট, মিউচুয়াল ফান্ড, প্রকোশলী, পাট ও আর্থিক খাতে শেয়ারদর বৃদ্ধির বা কমার কোনো পরিবর্তন হয়নি।অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইটি খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ৩০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা বিমা খাতে ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৭০ শতাংশ লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ৪০ শতাংশ লেনদেন হয়েছে। ৭ দশমিক ২০ শতাংশ লেনদেন হওয়া বিবিধ খাত রয়েছে চতুর্থ স্থানে।বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ডিএসই সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। সিএসই সূচক বেড়েছে ২৭ পয়েন্ট।ডিএসইর তথ্যমতে, বাজারটিতে ৩০৮টি প্রতিষ্ঠানের ছয় কোটি ১১ লাখ ৮১ হাজার ২৬৭টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ৪২০ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার টাকার। এর আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২৬১ কোটি ৭৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেন।এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৬টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ৫৬টির, আর অপরিবর্তিত রয়েছে ১৪৬টি কোম্পানির শেয়ারের দাম।ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২১৬ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় তিন পয়েন্ট বেড়ে এক হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দুই পয়েন্ট বেড়ে দুই হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে।অপরদিকে সিএসই সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৬ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে চার কোটি ৭৭ লাখ ৯ হাজার টাকার শেয়ার। এ বাজারে লেনদেনে অংশ নেয়া ১৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৪০টির ও ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।

Share this news