দর হারানোর শীর্ষে এপেক্স ফুডস

Date: 2023-04-30 05:00:17
দর হারানোর শীর্ষে এপেক্স ফুডস
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৮টির বা ২৮.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুডসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে এপেক্স ফুডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯৩.৫০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৫৯.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩৪.৪০ টাকা বা ৮.৭৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে এপেক্স ফুডস টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মনোস্পুল পেপারের ৮.৭৪ শতাংশ, সি পার্ল বিচের ৮.৭৩ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৮.৭৩ শতাংশ, আমরা টেকনোলজিসের ৮.০৯ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৭.৫৩ শতাংশ, খান ব্রাদার্স পিপির ৬.৩১ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৬.২২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৫.৯৯ শতাংশ এবং কোহিনূর কেমিক্যালের ৫.৮৮ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this news