দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড

Date: 2024-01-23 00:00:12
দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ প্রতিষ্ঠানের মধ্যে ১২৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, এদিন ডিএসইতে ফু-ওয়াং ফুডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সে শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ব্যাংক, আলহাজ টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, আমান ফিড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।

Share this news