দর বৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেন শেষে বৃদ্ধি পেয়েছে ১২৮টি কোম্পানির শেয়ারদর। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, আজ ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ।দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে কাট্টলী টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিটদর বেড়েছে ৮ দশমিক ৮৭ শতাংশ।এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, কুইন সাউথ টেক্সটাইল এবং এইচ.আর. টেক্সটাইল লিমিটেড।