দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ

Date: 2024-09-03 01:00:10
দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বঙ্গজ লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, এদিন ডিএসইতে বঙ্গজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড । কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ অটোকারস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৯৫ শতাংশ।মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- লিব্রা ইনফুশিয়াস লিমিটেড, জেমিনি সি ফুড পিএলসি, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, শমরিতা হাসপাতাল লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটলাস বাংলাদেশ লিমিটেড, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Share this news