ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগ করবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

Date: 2023-07-20 17:00:08
ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগ করবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স
ডিজিটাল ব্যাংক স্থাপনে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। এ বিনিয়োগ হবে ব্যাংকটির মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশ। ১৮ জুলাই অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদে এ প্রস্তাব অনুমোদন হয়েছে। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের বিধিমালা অনুসারে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহী বিনিয়োগকারীদের ন্যূনতম ১২৫ কোটি টাকা পরিশোধিত মূলধন দেখাতে হবে। আর মূলধন আসতে হবে উদ্যোক্তাদের থেকে। এক্ষেত্রে প্রতি উদ্যোক্তাকে ন্যূনতম ৫০ লাখ টাকার শেয়ার মালিকানা নিতে হবে। আর সর্বোচ্চ ১০ শতাংশ বা ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার মালিকানা নেয়া যাবে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-জুন) ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩০ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪৮ পয়সা বা ৩৬ দশমিক ৯২ শতাংশ। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯২ পয়সায়। সর্বশেষ ঋণমান অনুসারে, কোম্পানিটির সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ টু’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানির অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশে লিমিটেড (সিআরএবি)। সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৩ পয়সা।

Share this news