ডিজিটাল ব্যাংক স্থাপন করবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

Date: 2023-08-01 17:00:09
ডিজিটাল ব্যাংক স্থাপন করবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ডিজিটাল ব্যাংক স্থাপনে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্রমতে, কোম্পানিটি একটি ডিজিটাল ব্যাংক স্থাপন করবে, যার নাম হবে ‘প্রগতি ডিজিটাল ব্যাংক পিএলসি’। আর কোম্পানিটির পরিচালনা পর্ষদে ডিজিটাল ব্যাংক স্থাপনে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ বিনিয়োগ হবে ব্যাংকটির মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশ।কেন্দ্রীয় ব্যাংকের বিধিমালা অনুসারে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহী বিনিয়োগকারীদের ন্যূনতম ১২৫ কোটি টাকা পরিশোধিত মূলধন দেখাতে হবে। আর মূলধন আসতে হবে উদ্যোক্তাদের কাছ থেকে। এক্ষেত্রে প্রতি উদ্যোক্তাকে ন্যূনতম ৫০ লাখ টাকার শেয়ার মালিকানা নিতে হবে। আর সর্বোচ্চ ১০ শতাংশ বা ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার মালিকানা নেয়া যাবে।কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ডসহ সর্বমোট ১৭ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটির ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন রয়েছে ৩২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির ৩ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২৮৮টি শেয়ার রয়েছে।ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩৮.৩৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ২৮.০৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৩.৫৫ শতাংশ শেয়ার।

Share this news